হ্যালো সবাইকে,
কোকাকোলা, পেপসি এবং আরো অনেক কোম্পানি যে সরাসরি ইজরাইলকে সমর্থন করে, এটা এখন সবার জানা। পুরো বিশ্বের মানুষজন তাই তাদের বয়কট করছে। তবে মানুষের সফট ড্রিঙ্কস খাওয়া কিন্তু কমে নাই।
[ এখানে আমরা ঐসব কোম্পানির নাম না নিয়ে তাদেরকে “ঘাতককোলা” বলবো। আমরা চাই না পরোক্ষভাবে তাদের প্রচার হোক। নেগেটিভ মার্কেটিং বলেও একটা জিনিস আছে।]
বয়কটের সুবাদে লোকাল ব্র্যান্ডগুলার বিক্রি বেড়ে গেছে। কিন্তু ঐসব ঘাতককোলার বিপরীতে দাঁড়ানোর মত কোনো গ্লোবাল ব্র্যান্ড তৈরি হয়নি এবং ব্যাপারটা অতো সোজাও না।
কিন্তু সেই দুঃসাহস দেখিয়েছে সুইডেনে অবস্থানরত দুই প্যালেস্টিনিয়ান ভাই। তারা গত ১৪ ফেব্রুয়ারি Palestine Cola সম্পর্কে ঘোষণা করে এবং গত সপ্তাহে সেটা মার্কেটে নিয়ে আসে।
এই দুই ভাই সুইডেনের মালমো শহরে থাকে এবং Safed Food AB নামক একটা কোম্পানির সাহায্যে তারা এই কোলা তৈরি করছে।
Palestine Cola’কে তারা ঘাতককোলার বিকল্প হিসাবে তৈরি করেছে এবং সেভাবেই এটার মাকেটিং করতেছে। এটা থেকে লাভের একটা অংশ ফিলিস্তিনবাসীর জন্য যাবে।
সবচেয়ে সুন্দর লাগছে এটার ডিজাইন। ক্যানের গায়ে লোগো হিসাবে ব্যবহার করছে জলপাই গাছ, সেই আদিকাল থেকে ফিলিস্তিন জলপাই বাগানের জন্য পরিচিত। নিচের দিকের প্যাটার্নটা ‘ক্যাফিয়্যাহ’ থেকে অনুকরণ করা হইছে, ফিলিস্তিনিদের ঐতিহাসিক পোশাক, যেটা এখন প্রতিরোধের প্রতীক। হামাস বাহিনীর মুখোশ হিসাবেও অনেকে চিনে।
বর্তমানে Palestine Cola পাঁচটি ফ্লেভারে পাওয়া যাচ্ছে। ক্লাসিক, সুগার ফ্রি, অরেঞ্জ, লেমনেড এবং এনার্জি ড্রিক্স।
আপনি চাইলে তাদের থেকে কিনতে পারেন অথবা নিয়ে এসে বিক্রিও করতে পারেন। তাদের সাথে যোগাযোগের যাবতীয় সবকিছু তাদের ওয়েবসাইটে দেয়া আছে। তবে ব্যাপারটা একটু জটিল হবে যেহেতু প্রতিষ্ঠান সুইডিশ।
এখন বলা যাক ব্যবসা হিসাবে এটা কেমন চলবে??
সঠিক উত্তর সময়ই ভালো দিতে পারবে।
তবে আমার মনে হয় শুধুমাত্র ঘাতককোলা’র বিকল্প হিসাবে বেশিদিন টিকে থাকতে পারবে না যদি না স্বাদ ভালো হয়। কারণ লোকাল ব্র্যান্ডগুলো কম দামে ভালো স্বাদ দিতে সক্ষম যেহেতু তাদের উৎপাদন এবং ড্রিস্টিবিউশান একই জায়গায়।
বর্তমানে তারা শুধু ঘাতককোলা বয়কটকারীদের টার্গেট করতেছে, যেটা ঠিক আছে। তবে একটা সময় পর অন্য কাস্টমারদেরকেও ধরতে হবে। কারণ অডিয়েন্স সাইজ বড় হলে ব্র্যান্ড আরো শক্তভাবে দাড়ায় থাকতে পারবে, কেউ উগড়ে ফেলে দিবে এই চান্স কম। আর কোয়ালিটি ভালো হলে অন্যরাও তাদের কাস্টমার হবে। যেমনটা হয়েছিল টেসলার সাথে। টেসলা শুধু পরিবেশবান্ধবদের টার্গেট করে বানিয়েছিল। কিন্তু তাদের কোয়ালিটি এতোটাই ভালো হয়েছে যে এখন অন্যরাও টেসলা ব্যবহার করতেছে।
যাইহোক উত্তরটা খুবই ধোয়াশে। দেখা যাক কি হয়।
টাটা
- Sojib Hasan
পুনশ্চঃ আমি প্রত্যেক বৃহস্পতিবার এমন নিউজলেটার পাঠাই, যেখানে ব্যবসা, বই আর নিজেকে উন্নত করার বিষয়বস্তু স্থান পায়। আপনার ইমেলে পোস্টগুলো পেতে সাবস্ক্রাইব করুন।
সোর্স-
Palestine Drinks
Business Standard
Middle East monitor
docjazzmusic(linkedin)
somoynews english
asif kola(linkedin)